অন্য কোম্পানির জন্য উন্মুক্ত টেসলার চার্জিং নেটওয়ার্ক

২ নভেম্বর, ২০২১ ০১:৩৬  
প্রথমবারের মতো অন্য কোম্পানির ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং নেটওয়ার্ক উন্মুক্ত করে দিয়েছে টেসলা। পরীক্ষামূলকভাবে নেদারল্যান্ডসে এই সুবিধা চালু করা হলো। ইলেকট্রিক গাড়িকে প্রথম সারিতে আনতেই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স। এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, পরীক্ষামূলক প্রোগ্রামটি নেদারল্যান্ডসের ১০টি স্থানে পরীক্ষা করা হবে। টেসলা কোম্পানির নয় এমন গাড়ির চালকরা টেসলা অ্যাপের মাধ্যমে টেসলা স্টেশনে কিংবা সুপারচার্জারে অ্যাক্সেস নিতে পারবেন। বিবৃতিতে আরও বলা হয়, টেসলা চালকরাও ঐসব স্টেশন ব্যবহার করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে প্রতি জায়গার তদারকি করা হবে। টেসলা বর্তমানে বিশ্বে অন্তত ২৫ হাজার সুপারচার্জার পরিচালনা করে থাকে। অপরদিকে, নতুন ইলেকট্রিক গাড়ির চাহিদা দেখে অন্য গাড়ি নির্মাতারা জোট গড়ে তুলেছেন অথবা নেটওয়ার্ক আছে এমন স্টার্টআপে বিনিয়োগ করেছেন। ডিবিটেক/বিএমটি